গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর
বেতাগী, বরগুনা।
সেবা প্রদান প্রতিশ্রুতি (Crtizen’s Charter)
১. ভিশন ও মিশন
ভিশনঃ সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ ও প্রাণিসম্পদের উন্নয়ন।
মিশনঃ প্রাণি স্বাস্থ্যা সেবা প্রদান, প্রাণির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ।
২. প্রতিশ্রুতি সেবাসমূহঃ
২.১) নাগরিক সেবা
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদানের সময়সীমা |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল) |
উর্দ্ধতন কর্মকর্তা
|
১ |
গবাদিপশু ও পাখির চিকিৎসা প্রদান |
১ ঘন্টা ৩৫ মিনিট |
মৌখিক আবেদন |
উপজেলা, জেলা এবং কেন্দ্রিয় ভেটেরিনারি হাসপাতাল |
ফ্রি/সরকার নির্ধারিত মূল্য |
ভেটেরিনারি সার্জন |
|
২ |
গবাদিপশুর কৃত্রিম পজনন |
গাভী গরম হওয়ার পর ১০-২০ ঘন্টার মধ্যে |
মৌখিক আবেদন |
উপজেলা, জেলা এবং ইউনিয়ন কল্যাণ কেন্দ্র |
(অফিস সময়ের পর) |
মাঠ সহকারী কৃত্রিম প্রজনন |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,বরগুনা। ফোন নম্বরঃ-০৪৪৮৬২৩৪১ dlobarguna17@gmail.com |
৩ |
গবাদিপশুর টিাকাদান |
টিকা প্রাপ্তি সাপেক্ষে ২ দিন হতে ৭ দিন |
মৌখিক আবেদন/লিখিত আবেদন |
উপজেলা, জেলা এবং ইউনিয়ন কল্যাণ কেন্দ্র |
১ম ও পুন:প্রজনন তরল সিমেন ১৫/- হিমায়িত সিমেন ৩০/- |
ইউ,এলএ;ভিএফএ |
|
৪ |
হাঁস-মুরগীর টিকাদান |
১-৭ দিন |
মৌখিক আবেদন/লিখিত আবেদন |
উপজেলা, জেলা এবং ইউনিয়ন কল্যাণ কেন্দ্র |
তড়কা ০.৫০ টাকা/মাত্রা, ক্ষুরারোগ (ট্রাই ভ্যালেন্ট) ১০ টাকা/মাত্রা এবং বাই ভ্যালেন্ট-৬ টাকা/মাত্রা, বাদলা-১.৫০ টাকা/মাত্রা (তালিকা সংযুক্ত করা আছে) |
ইউ,এলএ;ভিএফএ |
|
৫ |
কৃষক/খামারী প্রশিক্ষণ |
১-৩ দিন |
লিখিত আবেদন |
উপজেলা প্রাণিসম্পদ অফিস |
বাচ্চা রানীক্ষেত-০.১৫টাকা/মাত্রা। বড় রাীক্ষেত-০.১৫টাকা/মাত্রা। ফাউল কলেরা-০.৩০ টাকা/মাত্রা। ডাকপ্লেগ-০.৩০ টাকা/মাত্রা। (তালিকা সংযুক্ত) |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|
৬ |
ক্ষতিপূরণ প্রদান |
৩০ দিন |
লিখিত আবেদন |
উপজেলা প্রাণিসম্পদ অফিস |
বিনামূল্যে |
উপজেলা নিবাহী কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|
৭ |
ক্ষদ্র ঋণ বিতরণ |
১৫ দিন |
লিখিত আবেদন |
উপজেলা প্রাণিসম্পদ অফিস |
বিনামূল্যে |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|
৮ |
পূনর্বাসন ও উপকরণ সহায়তা প্রদান |
বৎসরের সকল দূর্যোগকালীন সময় ১-৩ দিন |
অগ্রাধিকার তালিকা, |
উপজেলা প্রাণসম্পদ অফিস |
৪% সুদ, ৩% সার্ভিস চার্জ মোট ৭% |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|
৯ |
দূর্যোগকালীন সময়ে জরুরী সেবা প্রদান |
প্রাপ্তি সাপেক্ষে ১-৭ দিন |
তালিকা |
উপজেলা প্রাণিসম্পদ অফিস। |
বিনামূল্যে |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। |
|
১০ |
জনসাধারণের অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তিকরণ |
৩ দিন |
লিখিত/মৌখিক আবেদন |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর |
বিনামূল্যে |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|
১১ |
উন্নত জাতের ঘাসের চারা/বীজ বিতরণ |
১ দিন |
লিখিত/মৌখিক আবেদন |
জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র |
বিনামূল্যে |
উপজেলা প্রাণসম্পদ কর্মকর্তা/খামার ব্যবস্থাপক |
৩) আপনার কাছে আমাদের প্রত্যাশা)
ক্রমিক |
প্রতিশ্রুত/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষে করণীয় |
১ |
স্বয়ং সম্পূর্ণ আবেদন জমা প্রদান |
২ |
যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফি পরিশোধ করা |
৩ |
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা |
৪) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS)
সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।
ক্রমিক |
কখন যোগাযোগ করবেন |
কার সঙ্গে যোগাযোগ করবেন |
যোগযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা |
1 |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরগুনা, ফোনঃ ০৪৪৮-৬২৩৪১ ই-মেইলঃ dlobarguna17@gmail.com |
তিন মাস |
2 |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে |
আপিল কর্মকর্তা |
উপ-পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল বিভাগ, বরিশাল। ফোন: ০৪৩১-৬৩৭৫৮ ই-মেইলঃ dddlsbarisal@gmail.com |
এক মাস |
3 |
আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে |
মন্ত্রীপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল |
মহা পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর ফোন: ০২-৯১০১৯৩২ ই-মেইল: dgdls16@gmail.com |
তিন মাস |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS